Friday, August 5, 2016

মার্কেটার বনাম স্ট্যাটেজিক মার্কেটার

একজন মার্কেটার ভাবেন, প্রোমোশন করলেই সেলস জেনারেট হবে আর স্ট্যাটেজিক মার্কেটার ভাবেন, সেলস বাড়ানোর জন্য কিভাবে প্রোমোশন প্ল্যান করতে হবে। একজন মার্কেটার মনে করেন, কাস্টোমার ধীরে ধীরে নির্দিষ্ট ব্র্যান্ড এবং সিস্টেমের প্রতি অভ্যস্ত হয়ে উঠে। একজন স্ট্যাটেজিক মার্কেটার মনে করেন, কাস্টোমার সেই ব্র্যান্ড এবং সিস্টেমকেই প্রাধান্য দেয় যার সেবার ধরণ সময়ের চাহিদাকে পূরণ করে। একজন সফল মার্কেটার মনে করেন,তাকে দেখেই কম্পিটিটর শিখছে । একজন স্ট্যাটেজিক মার্কেটার মনে করেন, গুরুত্ব না দেয়া ছোট্ট একটি ইস্যু থেকেই কম্পিটিটর দুশ্চিন্তার করণ হয়ে যেতে পারে। একজন মার্কেটার সর্বদা পজেটিভ চিন্তা করেন এবং সেই কারণে তিনি বিভিন্ন ক্ষেত্র অধিক গ্রহণ যোগ্যতা পান। একজন স্ট্যাটেজিক মার্কেটার সর্বদা নেগিটিভ পয়েন্ট থেকে কাজ করেন তাই তার গ্রহণ যোগ্যতা সীমিত।